* পুরাতন ছাত্রদের ভর্তি:
# মকতব, নাজেরা, হিফজ ও শুনানী : ১ও ২ রমজান
# কিতাব বিভাগের সকল জামাত : ৫ শাওয়াল।
* নতুন ছাত্রদের ভর্তি
# মকতব, নাজেরা, হিফজ ও শুনানী : ৪ ও ৫ রমজান
# মাদানী নেসাব : ১ম বর্ষ ৬ শাওয়াল (কেবল ১ দিন)
# অন্যান্য জামাত : ৭ শাওয়াল
* ভর্তিচ্ছুক ছাত্রদের বয়সসীমা:
মকতব= ৬-৯ বছর।
হিফজ= ৮-১২ বছর।
১ম বর্ষ= ১২-১৮ বছর।
# অফিস চলাকালীন মাদরাসা কার্যালয় থেকে ভর্তি-ফরম সংগ্রহ করতে হবে।
# পূরণকৃত ভর্তি-ফরমের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে।
# শিক্ষার্থীর সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
# শিক্ষার্থীর জন্মনিবন্ধনের সত্যায়িত কপি।
# পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাড়পত্র/মার্কশীট/প্রশংসাপত্রের কপি। (প্রযোজ্য ক্ষেত্রে।)
# কাগজপত্র যাচাইপূর্বক শ্রেণি অনুযায়ী নির্ধারিত পরীক্ষা গ্রহণের পর # ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট ফি জমাদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।