জামিয়ার বৈশিষ্ট্যসমূহ
- মাদানী নেসাব ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সমন্বিত ৮ বছরের শিক্ষা কারিকুলাম।
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- এর অধীনে সানাবিয়া উলয়া ও ফযীলত এবং আল-হাইয়াতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ- এর অধীনে তাকমীল জামাতে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ।
- কুরআন-সুন্নাহর ভাষা আরবীর উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান। ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিতসহ সাধারণ বিষয়াদি গুরুত্বের সাথে পাঠদান
- আরবী, বাংলা ও উর্দূ সাহিত্যের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান
- উন্নত আখলাক ও তাকওয়াভিত্তিক জীবন গঠনের লক্ষ্যে নিয়মিত তারবিয়াতী মজলিসের ব্যবস্থা।
- সুযোগ্য উত্তাযবৃন্দের তত্ত্বাবধানে দরস, তাকরার ও মুতালাআর ব্যবস্থা হাফেয ছাত্রদের হিফয মজবুত রাখার লক্ষ্যে সাপ্তাহিক সবীনার ব্যবস্থা
- আরবীতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরবীতে কথা বলার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
- দাওয়াত ও তাবলীগের নিয়মতান্ত্রিক মেহনত।
আমাদের ভিন্নতা
- সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত স্থানে জামিয়া আরাবিয়া বাইতুস সালাম অবস্থিত। কারণ, এর তিন দিকে রয়েছে আর্মড পুলিশ ও র্যাব-১ এর অবস্থান।
- রাজধানীর অভিজাত এলাকা উত্তরায় ওয়াক্ফ স্টেটে খোলামেলা ও নিরিবিলি পরিবেশে এর অবস্থান।
- প্রতিষ্ঠানটি এয়ারপোর্টের অতি নিকটে অবস্থিত হওয়ায় দেশের যে কোনো প্রান্ত থেকে বাস, রেল ও বিমানযোগে যাতায়াতের বিশেষ সুবিধা ।
- অসচ্ছল ও গরীব ছাত্রদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান ও জরুরি ঔষধ সরবরাহ।
- শিশুদের জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তাবেষ্টিত বিস্তৃত সবুজ খেলার মাঠ
- নিজস্ব সাবমারসিবল দ্বারা বিশুদ্ধ পানি সরবরাহ।
- শিক্ষার মানোন্নয়নে চলমান বিভিন্ন কার্যক্রম
শিক্ষার মানোন্নয়নে চলমান বিভিন্ন কার্যক্রম
- মেধা ও যোগ্যতা যাচাই করে ভর্তি।
- পরবর্তী জামাতে উত্তীর্ণ হওয়ার জন্য পূর্ববর্তী জামাতে নির্ধারিত গড় নম্বর পাওয়ার অত্যাবশ্যকীয় শর্ত।
- প্রত্যেক জামাত ও ফরিকের জন্য শিক্ষকগণের সার্বক্ষণিক নেগরানী।
- ছাত্রদের লেখা-পড়া ও চরিত্রগঠনের লক্ষ্যে পাক্ষিক তারবিয়তী মজলিসের ব্যবস্থা।
- অমনোযোগী ছাত্রদের তালিকা তৈরি করে তাদের প্রতি বিশেষ নেগরানী ও মেহনত।
- আগ্রহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে কৃতী ছাত্রদের আনুষ্ঠানিকভাবে সম্মানজনক পুরস্কার প্রদান।