মাদরাসায় যেসমস্ত অনুদান গ্রহন করা হয় সাধারণ দান  যাকাত সাদাকাত  কোরবানীর চামড়া ও উহার মূল্য  >>

ছাত্রাবাসের নিয়মাবলি

১. সবসময় সুন্নাহ্সম্মত লেবাস পরিধান করতে হবে।

২. সর্বদা মাদরাসায় অবস্থান করতে হবে। শুধুমাত্র আসর থেকে মাগরিব সময়টুকুতে প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ আছে। অন্য সময় বাইরে যেতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে এবং মাদরাসার পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩.নখ, চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করতে হবে।

৪.আহার, গোসলসহ যাবতীয় প্রয়োজন মাদরাসার পক্ষ থেকে নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে।

৫.কোনো ধরণের গল্প,উপন্যাস, নভেল ইত্যাদি নিজের কাছে রাখা, পড়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৬. শিক্ষকের অনুমতি ছাড়া পাঠ্য কিতাব বহির্ভূত কোনো বই বা সাময়িকী পড়া যাবে না।

৭. কোনো ছাত্র অবগতি ছাড়া ১০দিন বা তার চেয়ে বেশি সময় ধরে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। পুনরায় ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নবায়ন করতে হবে।

৮. ছোট-বড় সব ধরণের ব্যক্তিগত মোবাইল রাখা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। (অবশ্য অভিভাবকের সাথে যোগাযোগের জন্য প্রত্যেক জামাত/ফরিকের জন্য একটি ইজতেমায়ী বাটন সেটের অনুমোদন আছে।)