মাদরাসা ভবন
মাদরাসার প্রবেশ পথ
মসজিদ
Previous
Next
ভুমিকা
কওমী মাদরাসা হচ্ছে খালেছ দীনী শিক্ষার কেন্দ্র। কওমী মাদরাসা বলতে ঐসব দীনী শিক্ষাপ্রতিষ্ঠানকে বুঝায়, যেগুলো প্রথমত মদীনার সুফফা, দ্বিতীয়ত দারুল উলূম দেওবন্দের আদর্শ অনুসরণে প্রতিষ্ঠিত ও পরিচালিত। কোরআন-সুন্নাহর বিশুদ্ধ পঠন-পাঠন ও সুন্নাহ মুতাবিক আমলের দীক্ষা প্রদানই কওমী মাদরাসার মূল ব্রত। এদেশের সুপ্রসিদ্ধ ও সুপ্রতিষ্ঠিত কওমী মাদরাসাসমূহের একটি হচ্ছে আমাদের জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকা। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৮৪ খৃস্টাব্দে। বিশিষ্ট দানবীর হাজী আহসান উল্লাহ সাহেব-এর ওয়াকফকৃত দুই বিঘা জায়গার উপর এটি প্রতিষ্ঠিত। এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উপমহাদেশের প্রতিথযশা বুযুর্গ হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুযুর রহ.-এর মুবারক হাতে। প্রতিষ্ঠার পর থেকেই উত্তরোত্তর এর সমৃদ্ধি ও সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। দেশের প্রায় সব জেলা থেকেই ইলমপিপাসু শিক্ষার্থীরা এখানে ছুটে আসে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাসমাপণকারী হাফেয-আলেমগণ সারাদেশে যেমন ছড়িয়ে আছে, তেমনি দেশের বাইরেও বিভিন্ন দীনী খেদমতে নিয়োজিত আছে অনেকে।
এ প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে রয়েছে একটি সমন্বিত নেসাব। ৮ বছর মেয়াদী কিতাব বিভাগের শুরুর ৪ বছরে মাদানী নেসাব ও শেষের ৪ বছর বেফাকুল মাদারিসিল আরাবিয়া-এর শিক্ষাকারিকুলাম অনুসরণ করা হয়। মাদানী নেসাবের মূল বৈশিষ্ট্য হচ্ছে, এখানে প্রতিটি শাস্ত্রের প্রথম কিতাবটি পাঠদান করা হয় মাতৃভাষায়, যা একজন শিক্ষার্থীকে অতি সহজেই শাস্ত্রের সঙ্গে পরিচিত করে। তাছাড়া এখানে প্রথম বছরেই কোরআন-সুন্নাহর ভাষা আরবীর উপর এতটুকু যোগ্যতা তৈরি করে দেওয়া হয় যে, শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ের আরবী পড়া, বলা ও লেখার যোগ্যতা অর্জন করতে পারে। এমনকি কোরআন ও হাদীসের সহজতম পাঠগুলো অনায়াসে বুঝতে পারে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া-এর অধীনে সানাবিয়া উলইয়া (শরহে বেকায়া)-এর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অনেকগুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ কিতাব পাঠের সুযোগ লাভ করে, যা তাদের ইলমী যোগ্যতাকে পোক্ত ও সমৃদ্ধ করে। আলহামদুলিল্লাহ, জামিয়া আরাবিয়া বাইতুস সালামের শিক্ষার্থীরা বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলইয়া-এর পরীক্ষায় প্রতি বছরই ভালো ফলাফল করছে এবং কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
দেশ-বিদেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ থেকে উচ্চ শিক্ষা অর্জনকারী যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমÐলী দ্বারা জামিয়ার শিক্ষাকার্যক্রম পরিচালিত। এর যাবতীয় ব্যবস্থাপনা ও পরিচালনায় রয়েছে একটি শিক্ষিত ও দায়িত্বশীল নির্বাহী কমিটি। প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রযাত্রায় তাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভ‚মিকা।
মহান আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল করুন এবং দিন দিন এই জামিয়াকে আরো উন্নতি দান করুন এবং একে সকল ফেতনা ফাসাদ থেকে রক্ষা করুন। আমীন।
ইভেন্ট/প্রোগ্রাম সমূহ
হিফজ বিভাগের ছাত্রদের ১ম সাময়িক পরীক্ষার প্রস্তুতিকালের ছবি
আমাদের জামিয়া আরাবিয়া বাইতুস সালাম-এর হিফজ বিভাগের প্রায় সকল ছাত্রকে এক ফ্রেমে আনার চেষ্টা করা হয়েছে এই ছবিটির মাধ্যমে। আল্লাহ তায়ালা তাদের সকলকে যথা সময়ে হাফেজ হয়ে মুজতাহিদ আলেম বানিয়ে দীনের প্রকৃত দাঈ হিসেবে কবুল করুন। তাদের মা-বাবা ও উস্তাদদের নির্মোহ নিরলস চেষ্টাকেও আল্লাহ তায়ালা নাজাতের উছিলা হিসেবে কবুল করুন। আমিন